রক্ত দেখে অনেকেই খুশি

‘রক্ত’ নাটকটি মাদকাসক্তি বিষয়ক। এর আগেও মাদকাসক্তির কাহিনি নিয়ে বহু নাটক, সিনেমা তৈরি হয়েছে। তবে পরিচালক রাকেশ বসু নির্মিত ‘রক্ত’ নাটকটি গতানুগতিক এই ধারাকে ভেঙে একটি ভিন্ন মাত্রা দর্শকের সামনে এনেছে। নাটকটি প্রচার হওয়ার পর থেকে প্রশংসিত হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে নাটকটিকে ঘিরে আলোচনা চলছে।

নাটকের গল্প লিখেছেন আফরীন জামান লীনা। পরিচালনায় রাকেশ বসু। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক অর্পূব ও সাবিলা নূর। মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, যে তার বাবা, মা ও স্ত্রীর সঙ্গে সুখে জীবন যাপন করেছিল। পরিবারের পাশে দাঁড়াতে ব্যবসা করার সিদ্ধান্ত নেয় সে। এরপর বন্ধুর প্রতারণার কারণে সর্বস্বান্ত হয়ে পড়ে। হতাশা থেকে মাদকাসক্ত হয়ে পড়ে সে। সংসারে শুরু হয় অশান্তি। এমন সময় আসে, যখন স্বজনকে বাঁচাতে নিজের রক্ত পর্যন্ত দিতে পারে না সে।

অভিনেতা অপূর্বকে বরাবরই রোমান্টিক চরিত্রে অভিনয় করতে দেখা যায়, তবে এই চরিত্রটিতে তিনি নিজেকে ভিন্নভাবে তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহাকারীদের অনেকেই নাটকটি দেখে প্রশংসা করেছেন। অনেকে নিজেদের মতামত তুলে ধরেছেন। কেউউ কেউ বলেছেন, ঈদের নাটকগুলোর মধ্যে ‘রক্ত’ সেরা। আবার অনেকে নাকি এই নাটক দেখে কান্না ধরে রাখতে পারনেনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন