যোগব্যায়াম যার নিত্য সঙ্গী

ফিটনেস কুইন মালাইকা অরোরা। যার সোশ্যাল মিডিয়ায় জুড়ে যোগব্যায়ামের চিত্র ও ভিডিও ভরপুর। প্রায়ই তিনি নিত্য নতুন ফিটনেস টিপস্ তার ভক্তদের মাঝে শেয়ার করতে দেখা যায়। ফিটনেসের প্রতি তার ভালোবাসার কখনই শেষ হয় না।

মালাইকা প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠেন এবং শরীরচর্চা ছবি ভক্তদের মাঝে শেয়ারও করে থাকেন । আর তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা যোগব্যায়ামের ছবি ভাইরাল হতে দেখা যায়। বেশ কিছুদিন আগে বান্দ্রার রাস্তায় তাকে কালো শর্টস আর টপস্ পড়ে জিম করতে দেখা গেছে। তার কুকুরকে নিয়ে প্রায়ই তিনি হাঁটতে বের হোন। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করে বলেছেন সুস্থ থাকার জন্য যোগব্যায়াম করা খুবই জরুরি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন