যার বিরুদ্ধে মামলা করেছিলেন, তিনিই এখন বন্ধু!

আজ থেকে প্রায় ১৫ বছর আগে ২০০৬ সালে নিজের জন্মদিনের পার্টিতে সবার সামনে হঠাৎই রাখি সাওয়ান্তকে চুমু দিয়ে বসেন সংগীতশিল্পী মিকা সিং। এরপর পানি অনেক দূর গড়ায়। মিকার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছিলেন রাখি। তার অভিযোগ, জোড় করে তাকে চুম্বন দিয়েছিলেন মিকা। সেই চুমুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

কিন্তু এখন নাকি তারা বন্ধু! তাহলে কি অতীতের এত বড় ঘটনা ভুলে গেলেন রাখি? হঠাৎ দেখা হওয়ায় আনন্দে আত্মহারা রাখি মিকাকে জড়িয়ে ধরলেন। এই ভিডিও এখন ইনস্টাগ্রামে ঘুরছে। এনিয়ে নানা সংবাদ করেছে ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো। সম্প্রতি করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাখি কফি খেতে খেতে কথা বলছেন। এমন সময় মিকা তাকে দেখে এগিয়ে আসেন এবং রাখি তাকে জড়িয়ে ধরেন। রাখি বলেন,’আমরা কিন্তু এখন বন্ধু, সেই সাথে মিকার প্রশংসাও করেন। থেমে থাকেননি মিকাও, ‘বিগ বস’-এ রাখির সাফল্যের কথা বলেন। ভিডিওতে সালমান খানেরও প্রশংসা হয়। মায়ের চিকিৎসার সময় ‘ভাই’য়ের (সালমান) অবদানের কথাও উল্লেখ করেন রাখি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন