লোক নাট্যদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হলো ভার্চুয়ালি। এই দিন অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও লোক নাট্যদলের উপদেষ্টা নাসরিন আহমদ।
এবার লোক নাট্যদলের ছয় শিল্পীকে ‘লোক নাট্যদল স্বর্ণপদক-২০২১’ সম্মানে ভূষিত করা হয়। এ সম্মাননা পেয়েছেন প্রয়াত এস এম মহসীন, ইনামুল হক, শাহাদাত হোসেন খান, সৈয়দ দুলাল, আরহাম আলো এবং কংকন দাস।
৬ জুলাই রাত নয়টার দিকে সংগঠনটির ফেসবুক পেজ থেকে ভার্চুয়ালি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং সংগঠনটির অধিকর্তা লিয়াকত আলী লাকি। তিনি বলেন, ‘শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে স্বচ্ছ মানুষের সন্ধানে লোক নাট্যদলের পদচারণ। এই ধারাবাহিকতায় এবারো বাংলাদেশের নাট্য আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য ছয় গুণী ব্যক্তিকে লোক নাট্যদল স্বর্ণপদক ২০২১-এ মনোনীত করা হয়েছে। বিশ্বব্যাপী চলমান অতিমারির কারণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পদকপ্রাপ্ত গুণীজনদের নাম ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক তুলে দেয়া হবে।’
দীর্ঘ ৩০ বছর ধরে অর্থাৎ ১৯৯১ সাল থেকে এ সম্মাননা দেয়া হচ্ছে। ১৯৮১ সালের ৬ জুলাই থেকে যাত্রা শুরু করে নাট্যদল। লোক নাট্যদলের জনপ্রিয় একটি মঞ্চ নাটক ‘কঞ্জুস’ যার এখন পর্যন্ত সর্বাধিক মঞ্চায়ন হয়েছে।