মৌনি রয় বললেন ‘ইট’স টাইম টু হিট দ্য স্টেজ’

মৌনি রয় টেলিভিশনের ছোট পর্দা থেকে যার ক্যারিয়ার জীবন শুরু। ‘নাগিন’ নাটক দিয়ে যেনো জায়গায় করে নিয়েছেন বলিউড তারকা স্থানে। ছোট পর্দার বাহিরে এখন অভিনয় করছেন বড় পর্দায়। বলিউডের সেরা তারকাদের সাথে কাজ করছেন এই অভিনেত্রী। কেজিএফ সিনেমায় আইটেম গানের সাথে নাচ করে জয় করে নিয়েছেন নেটিজনদের হৃদয়।

সম্প্রতি ইউটিউবে মৌনি রয়ের নতুন ভিডিও ভাইরাল হয়েছে। সকাল থেকেই ভিডিওটি আলোচনায় এসেছে। ভিডিওটির টাইটেল ‘পাতলি কামারিয়া’ যেখানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে সবুজ রংয়ের পোশাকে। সেই সাথে গানের তালে কোমর দুলিয়ে নাচ করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

সোশ্যাল মিডিয়ায় মৌনি রয় লিখেছেন ‘ইট’স টাইম টু হিট দ্য স্টেজ’। শুধু গান নয় পাশাপাশি শোনা যাচ্ছে খুব শ্রীঘ্রই বিয়ের পিরিতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রেমিক সূরজ নাম্বিয়ার সাথে ৭ বছর প্রেমের সম্পর্ক এবার গিয়ে ঠেকছে বিয়েতে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন