বলিউড অভিনেতা অনুপম খের বরাবরই মোদীর প্রশংসায় মুগ্ধ। তবে হঠাৎই উল্টো সুর ধরলেন তিনি! মোদী সরকারের বর্তমানের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেতা।
এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘মানুষের ক্ষোভ দেখানো স্বাভাবিক, করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, ওরাই দায়ী এই দুর্ভোগের জন্য।’
এখানেই থেমে থাকেননি এ বর্ষীয়ান অভিনেতা। তিনি আরো বলেন, ‘সরকারের এটা জানা খুব জরুরি যে জীবনে ভাবমূর্তি তৈরির চেয়েও অনেক জরুরি বিষয় রয়েছে।’
মোদীর বিরুদ্ধে অনুপম এমন মন্তব্য করেছেন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও অবাক। অনুপম খেরের মন্তব্য নিয়ে মিম ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চলছে হাসাহাসি।
ভারতের করোনা পরিস্থিতিতে শুধু ভারতই নয় – উদ্বিগ্ন গোটা বিশ্ব। মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সৎকার না করতে পেরে মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার ঘটনাও ঘটছে।