করণ জোহরের ধর্মা প্রোডাকশনের মাধ্যমে বলিউডে পা রাখতে চলছেন সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর। ইতিমধ্যেই ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেছেন নবাগত এই অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন করণ। জুলাই মাস থেকেই শুরু হবে শুটিংয়ের কাজ।
নবাগত এই অভিনেত্রীর বলিউডে কাজের জন্য ছিল না কোনো প্রস্তুতি, নেই কোনো ফিল্ম স্কুলের পড়াশোনাও। আছে শুধু সিনেমার পেছনে কাজ করার অভিজ্ঞতা। শানায়া এর আগে শরণ শর্মার ‘গুঞ্জন সাক্সেনা, দ্য কারগিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
শানায়া পর্দায় অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করলে বাবার কি প্রতিক্রিয়া হবে এমন প্রশ্নের উত্তরে পরিচালক মাহিক কাপুর জানিয়েছেন, শানায়ার কাজে কখনোই হস্তক্ষেপ করবেন না সঞ্জয়। সেকথা নাকি তিনি আগেই জানিয়েছেন। সূত্র হিন্দুস্তান টাইমস।
নেটফ্লিক্সের ‘ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ শোতে সঞ্জয় অভিনীত চরিত্রকে সংরক্ষণশীল হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। মাহিক আরো বলেন, ‘ভিতরে ভিতরে সঞ্জয় ভাববে, হে ভগবান আমি কি দেখতে পাচ্ছি? কিন্তু যখন সেটা শানায়ার কাজের ক্ষেত্রে হবে, ও কখোনই হস্তক্ষেপ করবে না।’