সদ্য তিন বছরে পা রাখলো হলিউড অভিনেতা ডোয়েন জনসনের ছোট মেয়ে তিয়ানা জিয়া জনসন। মেয়ের জন্মদিনে বাবা যেমন সোশ্যাল মিডিয়ায় ‘শুভেচ্ছা বার্তা’ ভিডিও পোস্ট করেছেন, তেমনি মেয়েকে খুশি করার জন্য তার প্রিয় সুপারহিরো ‘অ্যাকোয়াম্যান’ -কে দিয়েও জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
মেয়ের জন্মদিনে একাধিক ছবি পোস্ট করেছেন ‘দ্য রক’। একটি ছবিতে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় তিয়ানাকে কোলে নিয়ে বসে আছেন বাবা ডোয়েন জনসন। ছবি শেয়ার করে ডোয়েন লিখেছেন, তিয়ানা তার মায়ের মত দয়ালু আর দৃঢ়। তিয়ানার বাবা হওয়া যে তার কাছে সর্বশ্রেষ্ঠ আনন্দের ব্যাপার, সে কথাও লিখেন এ অভিনেতা।
তিনি আরো লিখেছেন, ছোট তিয়ানা তাকে প্রশ্ন করে বাবা ‘অ্যাকোয়াম্যান’কে চেনে কিনা ? প্রসঙ্গত, কমিক দুনিয়ায় দারুণ জনপ্রিয় ‘অ্যাকোয়াম্যান’ চরিত্রটি। বড়পর্দায় এই সুপারহিরো ভূমিকায় দেখা যায় জেসন ম্যামোয়া-কে।
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বাবা মেয়েকে খুশি করার জন্য অ্যাকোয়াম্যানের হাতে আঁকা ছবি উপহার দিয়েছেন এবং তিয়ানার ইচ্ছাপূরণ করার জন্য মেয়ের পছন্দের হিরোকে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে উপস্থাপন করেছেন। সুপারহিরোকে দেখে তিয়ানা খুবই খুশি হয়েছে।