বিদেশে ‘মেইড ইন বাংলাদেশ’ নামে প্রদর্শিত ঢালিউড চলচ্চিত্রটির নাম দেশে দেয়া হলো ‘শিমু’।
নির্মাতা রুবাইয়াত হোসেন দৈনিক প্রথম আলোকে জানান, ২০১৮ সালে চিত্রনাট্য লেখার সময় চলচ্চিত্রটির নাম ‘শিমু’-ই রাখা হয়েছিলো। তিনি বলেন, “শিমুর গল্প নিয়েই সিনেমাটি। গল্পে শিমুর সংগ্রামটাই তুলে ধরা হয়েছে। এ নামেই সেই সময় শুটিংয়ের সব অনুমোদন নেওয়া। শুটিং–পরবর্তী সময়ে আমাদের কাছে মনে হয়েছিল, ‘মেইড ইন বাংলাদেশ’ হতে পারে। যে কারণে নামটি দেওয়া। এখন দেশের দর্শকের কাছে মূল নামেই সিনেমাটি নিয়ে যেতে চাই।’’
‘শিমু’ চলচ্চিত্রে নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে। এতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, দীপান্বিতা মার্টিন, মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডেও চলচ্চিত্রটি ‘শিমু’ নামেই জমা দেওয়া হয়েছে।
দেশের প্রেক্ষাগৃহে ‘শিমু’ চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে রুবাইয়াত বলেন, “আমরা শিগগির সেন্সর পাব বলে আশা করছি। তবে এখনই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। প্রচার–প্রচারণা করে আগামী বছরের প্রথম দিকে সিনেমাটি দর্শকের সামনে আনতে চাই।’’
‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রের পর এটি রুবাইয়াত হোসেনের তৃতীয় নির্মাণ। ২০১৯ সালের টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ‘কনটেমপোরারি ওয়ার্ল্ড সিনেমা’ শাখায় ‘মেইড ইন বাংলাদেশ’ নামে চলচ্চিত্রটি দেখানো হয়েছিলো। এছাড়াও স্টকহোম, এশিয়া প্যাসিফিক সহ বেশ কিছু উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে চলচ্চিত্রটি।