মুম্বাইয়ে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ের কাজে যাবেন রিয়াজ । যাওয়ার সমস্ত প্রস্তুতি শেষ, শুধু বাকি রয়েছে কোভিড টেস্টের ফলাফল জানা। পরীক্ষার ফলাফল হাতে পেয়ে অভিনেতা জানতে পারেন তার করোনা পজিটিভ ধরা পরেছে। আপাতত শুটিংয়ে তার মুম্বাই যাওয়া হচ্ছে না।
বাসায় চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। গত শুক্রবার দুপুরে প্রথম আলো তাঁর করোনার পজিটিভের ব্যাপারটি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে। গত ২৮শে মার্চ রিয়াজ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান। পরদিন ২৯শে মার্চ তিনি তার কোভিড টেস্টের ফলাফল সম্পর্কে জানতে পারেন এবং সেই থেকেই তিনি নিজ বাড়িতে কোয়ারান্টাইনে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
অভিনেতা রিয়াজ কে ‘বঙ্গবন্ধু ‘ সিনেমায় তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল। সংবাদ সূত্রে জানা যায়, এই চরিত্রে শুরুতে অভিনেতা ফেরদৌসের অভিনয় করার কথা ছিল। রাজনীতির বিষয়ে তাকে সম্প্রতি ভারতে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে।