করোনা পরিস্থিতির এই সময়ে বাকি তারকাদের মতো এবার এগিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। মুম্বাইয়ের রাস্তায় নিজ বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে অনাহারীদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী জ্যাকলিন।
মুম্বাই রুটি ফাউন্ডেশন ও অভিনেত্রীর বেসরকারি সংস্থা ‘ইয়োলো’র যৌথ উদ্যোগে ৬ মে এ আয়োজনে অংশগ্রহণ করেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ।
শুধুমাত্র খাবার বিতরণের কাজে নয়, রান্নার কাজেও অংশ নিয়েছিলেন জ্যাকলিন। উক্ত কার্যক্রমের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। শেয়ারকৃত ছবির শিরোনামে যুক্ত করেছেন মাদার তেরেসার বিখ্যাত উক্তি। তিনি লিখেছেন,’ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়াই আসল শান্তি।’