মুনমুন সেনের বাসায় হামলা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের সাবেক সাংসদ মুনমুন সেনের বাড়িতে হামলা চালানো হয়েছে।

গতকাল ৪ সেপ্টেম্বর রাতে মুনমুন সেনের বালিগঞ্জের বাসায় এই হামলার ঘটনা ঘটে। মুনমুন সেনের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে চারজনকে গ্রেফতার করা হয়। আদালতে মুচলেকা দিয়ে তারা জামিন পান।
ভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আচমকা মুনমুন সেনের বাড়িতে কয়েকজন লোক ঢুকে পড়ে। বাড়ির কর্মচারীরা বাধা দিলে তাদের গালাগাল ও মারধর করে তারা, আহত হয় তিনজন। ঘটনার পর বালিগঞ্জ থানায় মুনমুন সেন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ ৫ সেপ্টেম্বর চারজনকে গ্রেফতার করে। তবে এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি।
মুনমুন সেনের দুই মেয়ে জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন। মা সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী। বাংলা, হিন্দি, মালয়ালাম, কন্নড়, তেলেগু, তামিল ও ইংরেজি মিলিয়ে অন্তত ৬০টি চলচ্চিত্র এবং ৪০টি টিভি সিরিজে অভিনয় করেছেন মুনমুন সেন। তেলেগু ভাষার ‘সিরিভেন্নেলা’ (১৯৮৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য অন্ধ্র প্রদেশের নন্দী অ্যাওয়ার্ডে সেরা সহ-অভিনয়শিল্পীর পদকে ভূষিত হন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন