১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত চলচ্চিত্র ‘মুখোশ’।
বিরসা দাসগুপ্ত পরিচালিত ‘মুখোশ’ চলচ্চিত্রে ‘ভেড়ার মুখোশ’ পরা এক সিরিয়াল কিলারের একের পর এক নৃশংস খুনের তদন্তে পুলিশ অফিসার চন্দ্রেয়ী ঘোষকে সহায়তা করবেন অপরাধবিজ্ঞানী অনির্বাণ।
‘ব্যোমকেশ’ ওয়েব সিরিজে ‘সত্যসন্ধানী’ ব্যোমকেশ চরিত্রে অভিনয়ের পর ‘মুখোশ’ চলচ্চিত্রটি আলাদা আবেদন রেখেছে অনির্বাণের কাছে। তিনি বলেন, “মূল শব্দটা যদি গোয়েন্দা ধরে নিই, তাহলে বলবো… গোয়েন্দার কাছাকাছি একটা চরিত্র কিন্তু গোয়েন্দা নয়, এমন চরিত্র করতে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার চরিত্র কিংশুক, সে ক্রিমিনোলজিস্ট – মানে পুলিশকে অপরাধীদের শনাক্ত করতে সাহায্য করে। গোয়েন্দার সঙ্গে ক্রিমিনোলজিস্টের যে সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা তুলে ধরতে পেরে ভালো লাগছে।“
‘মুখোশ’ চলচ্চিত্রটি মালায়ালাম ‘আনজাম পাথিরা’র অফিসিয়াল রিমেক। চান্দ্রেয়ী ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও পায়েল দে-কে। এরই মধ্যে এই চলচ্চিত্রের ট্রেলার মুক্তি পেয়েছে।
পরিচালক বিরসা দাশগুপ্ত হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, “মুখোশ নামটার দুটো মানে আছে, ছবিতে মুখোশ-এর একটা গল্প আছে। কিন্তু আমরা প্রত্যেকেই একটা মুখোশ পরে থাকি, সেই যে মুখের আড়ালে আমাদের অনেক রূপ, সেটা তুলে ধরবার জন্য আমরা এমন সব অভিনেতাদের প্রয়োজন ছিল যাঁরা এই সূক্ষ্ম অনুভূতিগুলো খুব যত্ন করে তুলে ধরবেন। সেইমতোই এই ছবির কাস্টিং করেছি আমি।“