মুখোমুখি নওয়াজউদ্দিন ও টাইগার শ্রফ

টাইগার শ্রফ ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষিক্ত হন। টাইগারের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছিলেন কৃতি স্যানন। এবার এই সিনেমার সিকুয়েল তৈরি হতে যাচ্ছে। ছবির নাম ‘হিরোপান্তি-টু’। এবার নায়কের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তারা সূতারিয়াকে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, এবার ‘হিরোপান্তি-টু’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীও। ভিলেনের ভূমিকায় নওয়াজউদ্দিন মুখোমুখি হবেন টাইগার শ্রফের। ইতিমধ্যেই লকডাউনের আগে প্রথম দফার শুটিংয়ের কাজ শেষ হয়েছে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের অনুমোদন নিয়ে ফের শুরু হবে বাকি শুটিংয়ের কাজ। দ্বিতীয় দফায় শুটিংয়ে যুক্ত হবে নওয়াজউদ্দিন। তবে টাইগার শ্রফের সাথে তিনি এই প্রথম স্ক্রিন শেয়ার করছেন না। এর আগেও ‘মুন্না মাইকেল’ সিনেমায় নওয়াজউদ্দিন ও টাইগার শ্রফকে এক সঙ্গে দেখা গিয়েছিল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন