মুক্তি পেল ‘গোলন্দাজ’-র টিজার

গত ২৮ শে মার্চ বহু প্রতিক্ষিত সিনেমা ‘গোলন্দাজ’-এর অফিশিয়াল পোস্টার প্রকাশ পেয়েছিল। পোস্টার প্রকাশের পর থেকেই অভিনেতার নতুন রূপ দেখে প্রশংসা করেছেন অনেকে।

পহেলা বৈশাখের এই দিনে অভিনেতা উপহার দিলেন তার আসন্ন সিনেমা ‘গোলান্দাজ’-এর টিজার। প্রথম ঝলকেই যেন চমকে দিলেন দেব! ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে দেশের মাটিতে ইংরেজদের খেলায় তাদের হারানোর শপথ নিয়েছিলেন নগেন্দ্রপ্রসাধ সর্বাধিকারী। সেই চরিত্রের বায়োপিকে অভিনয় করেছেন টলিউড সুপারস্টার দেব।

পহেলা বৈশাখের এই দিনে শহরের এক মাল্টিপ্লেক্সে আয়োজন করা হয়েছিল ছবির টিজার লঞ্চ ইভেন্ট। এছাড়াও সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় টিজারটি। গত বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় মুক্তি সময়। তবে চলতি বছর স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পেতে চলেছে। এই ছবির প্রযোজনায় আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অভিনেতার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী ঈশা সাহা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন