এবার ঈদে জনপ্রিয় অভিনেতা সালমান খান অভিনীত ‘রাধে’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে সিনেমাটির ট্রেইলারও দুটি গান মুক্তি পেয়েছে। তবে ট্রেইলারটি মুক্তি পাওয়ার পর থেকেই নানা সমালোচনা সৃষ্টি হয়েছে সিনেমাটিকে ঘিরে।
মুক্তি পাওয়ার আগেই সিনেমাটির পরিবর্তন আনলেন সালমান খান সহ নির্মাতারা এমনটাই তথ্য জানা গেছে হিন্দুস্তান টাইমস এর সূত্রে। রাধে সিনেমার সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সালমান খান ও নির্মাতাদের বিশ্বাস এই সিনেমাটি একটা ফ্যামিলি এন্টারটেনার। ওটিটি প্লাটফর্ম ও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাড়িতে বসে অনেকেই উপভোগ করবে ছবিটি। তাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। যা দর্শকদের অস্বস্তিতে লাগতে পারে। সে কারণে তরুণ ছেলেদের ড্রাগ নেওয়া দৃশ্যটুকুও কেটে দেওয়া হয়েছে।
সিনেমার পরিবর্তন হিসেবে ছবির শেষে একটি পাঁচ সেকেন্ডের শর্ট যুক্ত করে দেওয়া হয়েছে। ১৩ই মে সিনেমাটি মুক্তি পাবে। প্রভু দেবা পরিচালিত এই সিনেমায় সালমান খান ছাড়া দিশা পাটানি, রণদীপ হুডা সহ আরও অনেককেই অভিনয় করতে দেখা যাবে।