মুক্তিযুদ্ধ নিয়ে খিজিরের ‘ওরা ৭ জন’

মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘ওরা ৭ জন’ নির্মাণ করছেন খ্যাতনামা পরিচালক খিজির হায়াত খান।
খিজির হায়াত খান জানান, ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রের শুটিং লোকেশন হিসেবে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময়কার ৫ নম্বর সেক্টরকে বেছে নেয়া হয়েছে। এই চলচ্চিত্রের গল্পও তারই লেখা। তিনি বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর যে সিনেমাটি আমরা পাই, সেটার নাম ছিলো ‘ওরা এগারো জন’। স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় আমি নতুন সিনেমা করতে যাচ্ছি, ফিকশন হলেও এই সিনেমাতে দেশের সাত বীরযোদ্ধার কথা তুলে ধরবো। সব প্রস্তুতি চূড়ান্ত।“
খিজির জানান, ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে যুদ্ধ জয়ের গল্প বলা হলেও ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রটির শুরু ও শেষ যুদ্ধের ময়দানেই। তিনি বলেন, “২৭ তারিখ থেকে ক্যামেরা ওপেন করতে চাই। টানা দেড় মাসের শুটিং প্রস্তুতি নিয়েছি। সেভাবেই এগুচ্ছি।… পরিচালনার পাশাপাশি সাত বীরযোদ্ধার একজন আমিও। বাকি ৬ জনের সাথে এখনও সাইনিং হয়নি, তবে বৃহস্পতিবারের মধ্যে সবাই তাদের নাম জানতে পারবেন।“
এর আগেও ২০০৭ সালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন খিজির হায়াত। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে এযাবত নির্মিত একমাত্র চলচ্চিত্রটি অবশ্য খুব বেশি পরিচিতি পায়নি। এছাড়াও বাংলাদেশের প্রথম স্পোর্টস নির্ভর চলচ্চিত্র ‘জাগো’-ও খিজিরেরই নির্মাণ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন