মীরার কাণ্ডে অবাক!

মীরা রাজপুত বলিউডের কোনো অভিনেত্রী নন। তবুও তার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীর সংখ্যা কম নয়। অভিনেতা শাহেদ-পত্নী মীরা রাজপুত। সোশ্যাল মিডিয়ায় বরাবরই তারকার মতোই জায়গা নিয়ে আছেন।কোনো অংশেই তিনি কম নন তাই যেনো সবার কাছে প্রমাণিত করলেন।

গত রবিবার ইনস্টাগ্রামে এক ঝলক সৌরভ ছড়িয়ে দিলেন।খোলামেলা পোশাক পরে ছবি শেয়ার করেছেন। ঠোঁটে লাল লিপস্টিক, রোদ থেকে বাঁচতে রঙিন চশমা এবং সুইমিং স্যুট পোশাক পরা। কোনো একটি হোটেলে দাঁড়িয়ে একটি আবেদনময়ী ছবি শেয়ার করেছেন। ছবির সঙ্গে শিরোনাম জুড়ে দিয়েছেন,’এলোমেলো হয়ে যাওয়ার কিছু মুহুর্ত আগে’।
খুব সম্ভবত কোথাও ছুটি কাটাতে গিয়েছেন মীরা রাজপুত। হয়তো সুইমিংপুল বা সমুদ্র স্নানের আগের মুহুর্তে ছবিটি তুলে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে যা শেয়ার করার পর থেকেই রীতিমতো ২লক্ষের অধিক মানুষ ছবিটি পছন্দ করেছেন। তারকা না হয়েও নেটিজনদের পছন্দের তালিকায় জায়গায় করে নিয়েছেন শাহিদ-পত্নী।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন