আজ (৩ ডিসেম্বর) বাংলাদেশ সহ বিশ্বের পাঁচটি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ঢালিউড তারকা আরিফিন শুভ অভিনীত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। এই বছর বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশের পঞ্চাশটি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এউ চলচ্চিত্র দিয়ে আবারো খুলছে করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া প্রায় ২০টির প্রেক্ষাগৃহ।
গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো আয়োজিত হয়। এতে মাথায় ‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরে হাজির হন শুভ। বর্তমানে তিনি বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় এবং শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন।
পুলিশ অ্যাকশন-থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে আরো আছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম সহ অনেকে। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার, তার সঙ্গে চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের শ্বাসরুদ্ধকর কিছু অভিযানের অনুপ্রেরণায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ২০২২ সালের ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে।
যেসব প্রেক্ষাগৃহে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাচ্ছে –
স্টার সিনেপ্লেক্স(বসুন্ধরা শপিং মল, পান্থপথ; সীমান্ত সম্ভার, ধানমন্ডি; এসকেএস টাওয়ার, মহাখালী ও সনি স্কয়ার, মিরপুর-১)। ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), চিত্রামহল (ঢাকা), গীত (ঢাকা), বিজিবি (ঢাকা), আনন্দ (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), গুলশান (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), রাজ (কুলিয়ারচর), মধুবন সিনেপ্লেক্স (বগুরা), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), তামান্না (সৈয়দপুর), সত্যবতী (শেরপুর), পূরবী (ময়মনসিংহ), মডার্ণ (দিনাজপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (পাবনা), অভিরুচি (বরিশাল), সেনা অডিটোরিয়াম (ঢাকা ক্যান্ট.), নিউ গুলশান (জিঞ্জিরা), মম ইন সিনেপ্লেক্স (বগুরা), তুলি (নাভারণ), পূর্ব্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), সিলভারস্ক্রিণ সিনেপ্লেক্স (চট্টগ্রাম), ঝংকার (পাঁচদোনা), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), রুটস সিনে ক্লাব (সিরাজগঞ্জ), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), সোনালী (টেকেরহাট), রুনা (চালাকচর), নবীন (মানিকগঞ্জ), মোহন (হবিগঞ্জ), কথাচিত্র (কটিয়াদি) ও রজনী (চন্দ্রা/কালিয়াকৈর)।