দক্ষিণী অভিনেতা প্রভাস দেবাকর ‘বাহুবলী’ ছবি দিয়ে সাড়া ফেলেন। বেশকিছু দিন যাবত সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে ২০২২ সালে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমাটি। আর এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ইতালিতে ‘র্যাধে শ্যাম’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে প্রভাস এমআইঅফ এর পরিচালকের সাথে সাক্ষাৎ করেছিলেন। আর এই সংবাদটি শুনে তারকার ভক্তরা চমকের জন্য অপেক্ষায় থাকেন।
সম্প্রতি এই প্রসঙ্গে এক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ক্রিস্টোফার ম্যাকক্যারিকে টুইটারে ট্যাগ করেছিলেন এবং প্রভাসের ‘মিশন ইম্পসিবল সেভেন’এ অভিনয় করার বিষয়ে প্রশ্ন করেন। টুইটের জবাবে ক্রিস্টোফার দেখা করার বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন।
ক্রিস্টোফার ম্যাকক্যারি টুইটারের প্রশ্নের জবাবে লিখেছেন, ‘যদিও তিনি খুব মেধাবী মানুষ, আমরা কখনোই দেখা করিনি।’
এ জবাবের পরও ভক্তদের ধারণা, শেষ মুহূর্তে চমক থাকবে।