মিমির লুকিয়ে প্রেম!

টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী যেমন দেখতে সুন্দরী তেমনি তার মুখের মিষ্টি হাসি। এছাড়াও রয়েছে অভিনয়ে পারদর্শীতা।
তার আরেকটি পরিচয় তিনি একজন সংসদ সদস্য। এক দিকে রাজনীতি অপরদিকে সিনেমা দুটি দিকেই সমানতালে এগিয়ে যাচ্ছেন ।
এক সুদর্শন পুরুষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অভিনেত্রী। মিস করেন না পছন্দের মানুষটির প্রতিটি ছবিতে লাইক দিতে। পছন্দের মানুষটি ছবি শেয়ার করা মাত্রই লাইক পরে যায় ছবিতে।
হয়তো,সবারই মনে প্রশ্ন জাগছে কে সেই এই যুবক যার প্রেমে মজে আছেন এই অভিনেত্রী। তিনি আর কেউ নন আমেরিকান ইতালির নায়ক ‘মাইকেল মর্ণ।


আবেদনময়ী চেহারার অধিকারী এই পুরুষের ফলোয়ার রয়েছে অসংখ্য। সবই যেনো মেয়েরা। “থ্রী সিক্সটি ফাইভ ডেইজ” রোমান্টিক মুভির মাধ্যমে এ নায়ক মিলিয়ন মিলিয়ন মেয়েদের মন জয় করে নেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন