ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় চলচ্চিত্র নির্মাণ করছেন টলিউডের পরিচালক রাজর্ষি দে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারীর ঘুরে দাঁড়ানোর, পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগানোর গল্প বলবে ‘মায়া’ চলচ্চিত্রটি। মাহিরা থেকে মায়া হয়ে উঠতে মিথিলার যাত্রা শুরু ১৯৮৯ -এর কলকাতা থেকে, যা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে।
পরিচালক রাজর্ষি বলেন, ‘‘আমার মনে হয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারীচরিত্র পাওয়া যেত না বলেই হয়তো ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনির আসল চালিকাশক্তি কিন্তু লেডি ম্যাকবেথই। নারীক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরতে চেষ্টা করেছি গল্পটাকে।’’
টলিউডে এ-ই প্রথম কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন মিথিলা। তিনি বলেন, ‘‘গল্পটা ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল প্রথমে। ছবিতে তিনটে আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। আশা করি, এখানে প্রথম এই কাজে আমার অভিনয় ভাল লাগবে সকলের।’’
খল চরিত্র দরবার শর্মার ভূমিকায় দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ‘‘এমন চরিত্রে আগে কখনও আমাকে দেখা যায়নি। একজন উদ্ধত ও লম্পট প্রযোজক, যার অপরাধজগৎ, মাদকব্যবসার সঙ্গে যোগ রয়েছে।’’
অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পারমিতার ভূমিকায় থাকা কনীনিকা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘প্রথমে প্রস্তাবটা ফিরিয়ে দিলেও পরে রাজর্ষির সঙ্গে কথা বলে একটা পজ়িটিভ এনার্জি পাই। আমার চরিত্রটা এমন এক অভিনেত্রীর, যে এক সময়ে খ্যাতির শীর্ষে ছিল।’’
এ চলচ্চিত্রে অন্যান্য ভূমিকায় আছেন সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী সহ আরো অনেকে। ডিসেম্বরে এ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।