অভিনেত্রী মিথিলা টেলিভিশনের পর্দায় অভিনয়ের বাহিরে তিনি লেখালেখি ও করেন। এর আগেও তার লেখা অনেক বই প্রকাশিত হয়েছে। যার সবগুলোই ছিল শিশুদের বিষয়ের বই। মিথিলার এবারও আরেকটি বই প্রকাশ হতে যাচ্ছে যার সম্পুর্ন কাহিনি জুড়েই থাকবে সন্তান আইরার ও তার ভ্রমণ কাহিনি। তবে এটাও শোনা যাচ্ছে এই বইয়টিতে থাকবে না স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের কোনো চিহ্ন। বইটির নাম দেওয়া হয়েছে ; ‘আইরা আর মায়ের অভিযান ‘ সিরিজের প্রথম বই’ তানজানিয়া দ্বীপ ‘। এ বছরের বই মেলাতে বইটি প্রকাশ পেতে যাচ্ছে। মা মায়ের দৃঢ় সম্পর্কের বন্ধন গুলোই এ বইটিতে প্রকাশ পাবে বলে বইটির নাম অনুসারেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত মিথিলা। এছাড়াও তিনি ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা ও করেছেন। সেই সাথে নারী ও শিশুদের নিয়ে কাজ করেন।