করোনায় আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। বেশকিছু সংবাদমাধ্যমেও এই খবর প্রচার করা হয়। তবে হিন্দুস্থান টাইমস বলছে, বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী কোভিডে আক্রান্ত হন নি। অভিনেতাও এই তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। জানা গেছে, আসলে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সব্যসাচীর স্ত্রী মিঠু চক্রবর্তী। মিঠু আর মিঠুন, তার ওপর পদবিও চক্রবর্তী হওয়া গন্ডগোলটা দেখা দেয়।
অভিনেত্রী মিঠুদেবী আপাতত তার নিজের বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। জ্বরসহ কোভিডের বেশকিছু লক্ষণ তার রয়েছে। খুব বেশি শারীরিক সমস্যাও হচ্ছে না অভিনেত্রীর।
অভিনেত্রী মিঠু চক্রবর্তী বাংলা, হিন্দিসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ‘তেরে নাম’, ‘এমএস ধোনি’র এর মতো হিট ছবিতেও ছিলেন তিনি। পাশাপাশি ছোট পর্দায়ও বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছেন।