আজ ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাজু খাদেমের মা তহুরুন্নেসা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
এই খবর নিশ্চিত করে সাজু খাদেম বলেন, “আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সেখানেই মাকে দাফন করা হবে।“
এর আগে সাজু খাদেমের মায়ের মৃত্যু সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সহ বেশ কয়েকজন টিভি ব্যক্তিত্ব। এ ঘটনায় শোক প্রকাশ করে সহকর্মী সাজু খাদেমের প্রতি সমবেদনা জানান তাঁরা।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন।