মা হলেন এমা

৩২ বছর বয়সী এমা ষ্টোন গত ১৩ই মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলেসের একটি হাসপাতালে সন্তানের মা হন। মার্কিন গণমাধ্যম থেকে জানা যায় ডেভ ম্যাক্যারি নিজেও উপস্থিত ছিলেন।


এমা মা হচ্ছেন এই খবরটি গত বছরের ডিসেম্বর মাসে ‘দ্য সান’ পত্রিকার মাধ্যম থেকে জানা যায়।
এমার কাছের এক নিকটতম ব্যক্তির সূত্র ধরে জানা গেছে, এমা বর্তমানে ভালো আছেন এবং সুস্থ আছেন। সদ্য হওয়া বাচ্চাটিও ভালো আছে। এর থেকে বেশি কিছু জানাতে চাইছেন না এই দম্পতি।

এমা যেনো সবকিছু চুপি সারেই রাখতে পছন্দ করেন। এর আগেও তিনি ডেভের সাথে প্রেমের সম্পর্কের খবর চেপে রেখেছিলেন । অনেক পরে ডেভের সাথে বাগদানের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন ইনস্টাগ্রামে ডেভের সাথ আংটি পরা একটি ছবি শেয়ার করার মাধ্যমে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন