মা হতে চলছেন গহর খান!

অভিনেত্রী গহর্ খান। সম্প্রতি তার সোশ্যাল সাইটে গত বুধবার গুনজন রটেছে তিনি মা হতে চলছেন। যে নিউজে অনেকেই তাকে সাধুবাদ জানাতে থাকে। তার ভক্তরা তার উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রচার করতে থাকেন। তবে এই নিউজ শুনে অভিনেত্রী খুব ক্ষোভ প্রকাশ করেছেন ও এই ধরনের কার্যকলাপে আশাহত হয়েছেন বলে ধারণা করা যায়।

তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন, এটা সম্পুর্ন মিথ্যে একটি ঘটনা। যার কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেছেন, গত ৫ মার্চ আমি আমার বাবাকে হারিয়েছি। এই সময় সবার উচিত আমার পাশে থাকা । অপরদিকে এই রকম মিথ্যা গুজব ছড়ানো উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন,”আমি সদ্যই আমার বাবাকে হারিয়েছি তাই আপনাদের এই ভিত্তিহীন প্রতিবেদন গুলো প্রচার করা থেকে বিরত থাকুন। আমি গর্ভবতী নই, আপনাদের কে অনেক ধন্যবাদ!”

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন