৪ জুন সকাল থেকেই টালিউড থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে একটি খবরই ভেসে বেড়াচ্ছে। আর তা হলো অভিনেত্রী নুসরাত জাহান মা হতে চলেছেন। তবে এতো বড় একটি ব্যাপার নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি এই তারকা। তবে কি সত্যিই মা হতে চলছেন নুসরাত! নাকি এটা শুধুই গুজব?
বেশকিছু দিন ধরেই নুসরাত-যশের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। অনেকেই মনে করেন নুসরাতের বৈবাহিক জীবনে ভাঙনের একটাই কারণ, আর তা হল অভিনেতা যশের সাথে তার প্রেম।
নুসরাতকে নিয়ে বির্তকের কোন শেষ নেই তবে তা পুরোটাই তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে বির্তক আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা মিমও প্রকাশ হচ্ছে ইতিমধ্যে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের কোন একটিতেও নুসরাতের প্রতিক্রিয়া দেখা না দিলেও তার হঠাৎ করা একটি স্টোরি আভাস দিল ঘটনার সত্যতার। ৪ জুন নুসরাত তার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। তাতে লেখা রয়েছে ”তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’ কাকে উদ্দেশ্য করে তিনি এই বার্তা প্রকাশ করলেন? কাকে প্রস্ফুটিত হওয়ার আহবান জানালেন এই তারকা? তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।