প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় ‘বিশ্ব মা দিবস’। তবে সন্তানের কাছে প্রতিটি দিনই মা দিবস। মায়ের জন্য দিনক্ষণ ঠিক করে ভালোবাসা প্রকাশ করা যায় না। তারপরও মা দিবসে মাকে মনে করিয়ে দেয়া- যে তাকে কতটা ভালোবাসি!
এ দিনটিতে সন্তানেরা মায়েদের প্রতি একটু ভিন্নভাবে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে থাকে।
মা দিবসে তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মায়েদের নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন।
মাকে উদ্দেশ্য করে গায়ক ইমরান লিখেছেন, ‘পৃথিবীর সকল মা ভালো থাকুক। সকল মা-দের জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। ‘
সেই সাথে গায়ক ইমরান আহমেদ বুলবুল ইমতিয়াজ ও আইয়ুব বাচ্চুর ‘আম্মাজান’ গানটি সকল মায়ের জন্য গেয়ে শোনান।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে নতুন প্রোফাইল হিসেবে ব্যবহার করেন মার ছবি। শিরোনামে লিখেছেন একটি শব্দ- ‘মা’।
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী তার ফেসবুক পেজে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘হ্যাপি মাদার্স ডে’।