আজ শ্রদ্ধা কাপূরের মা শিবাঙ্গী কাপূরের জন্মদিন। শ্রদ্ধা তার মায়ের জন্মদিনে এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে মাকে জানিয়েছেন “শুভ জন্মদিন মা”।
সৈকতে মায়ের সাথে শ্রদ্ধা কাপূরের তোলা ছবিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পরেছে ব্যাপক । ছবিতে শ্রদ্ধা তার মায়ের সাথে বালির উপর শুয়ে মা-মেয়ের খুব সুন্দর যুগল ছবি। ছবিটি নেটিজনদের মন যেনো জয় করে নিয়েছেন রীতিমতো। অভিনেত্রীর ভক্তরা তার মাকে পাঠিয়েছেন জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা বার্তা। সেই সাথে নেটিজনরা তাদের এই সুন্দর মুহূর্ত নিয়ে প্রশংসাও করেছেন অনেক। অভিনেত্রী শ্রদ্ধা কাপূর এখন তার পরিবারের সাথে ব্যস্ত সময় পার করছেন।