জনপ্রিয় গায়িকা ন্যান্সি ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমার গানের মাধ্যমে সঙ্গীত জগতে পথচলা শুরু করেছিলেন। এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমার গানগুলো পরিচালনা করেছিলেন হাবিব ওয়াহিদ। সেই সময় থেকেই হাবিবের সাথে পথচলা শুরু হয় ন্যান্সির। পরবর্তীতে এই দুই শিল্পী একসাথে অসংখ্য গান উপহার দিয়েছেন। হাবিব-ন্যান্সির জুটি মানেই হিট জুটি। সর্বশেষ এই জুটিকে দেখা গেছে ‘বন্ধুরে’ শিরোনামের একটি গানে। গানটি প্রকাশিত হয়েছিল ১লা মে।
বলা চলে যার হাত ধরে পথচলা শুরু ন্যান্সির তার হাত ধরেই পথ চলতে শুরু করেছে তার মেয়ে রোদেলা। এবার হাবিবের সুরে আসছে রোদেলার নতুন গান। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন মারুশা এবং সুর ও সংগীতায়োজনে আছেন হাবিব ওয়াহিদ। ৪ জুন রোদেলা তার ফেসবুক পেজের মাধ্যমে নিজেই জানিয়েছেন এই তথ্য। গানটি সম্প্রচারিত হবে এইচ ডব্লিউ প্রোডাকশন-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।