সালমান খানের ভক্তদের জন্য নতুন সুখবর, জুলাই মাসে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, তামিল সুপারস্টার থালাপথি বিজয়ের চলতি বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘মাস্টার’ এর হিন্দি রিমেকে অভিনয়ের জন্য রাজি হয়েছেন সালমান।
ছবিটি সেভেন স্ক্রিন স্টুডিওর সহযোগিতায় এন্ডেমল শাইন ইন্ডিয়া এবং মুরাদ খেতানি প্রযোজনা করবেন। তবে এর আগেও এই সিনেমায় কাজ করা নিয়ে আলোচনা উঠেছিল বলিউড পাড়ায়। তবে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পিছিয়ে গেছে সিনেমাটির কার্যক্রম। সম্প্রতি পুনরায় সিনেমাটি নিয়ে আলোচনায় বসেছেন সংশ্লিষ্টরা। তবে এখনো শুটিং শুরুর তারিখ ও নির্মাতা চূড়ান্ত হয়নি।
প্রযোজনা সংস্থা এক্সবি ক্রিয়েশনসের ব্যানারে বিজয়ের ‘মাস্টার’ সিনেমাটি পরিচালনা করেছিলেন করেণ লোকেশ কনগরাজ। সিনেমাটিতে বিজয়ের বিপরীতে ছিলেন অভিনেত্রী মালবিকা মোহনন। ১৩ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এরপর ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমেও মুক্তি পেয়েছিল ২৯ জানুয়ারি।