মারা গেলেন পরিচালক শফিকুর রহমান

নায়করাজ রাজ্জাক নিবেদিত ‘ঢাকা ৮৬’ চলচ্চিত্রের পরিচালক শফিকুর রহমান মারা গেছেন।

গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্য হ্যাপি আক্তার এ খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

হ্যাপি বলেন, “ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিচালক শফিকুর রহমান মারা গেছেন। গত ১৫ আগস্ট স্ট্রোক করার পর থেকেই তিনি হাসপাতালে ছিলেন।“

নায়করাজ নিবেদিত ‘রাজা মিস্ত্রী’ সিনেমাও পরিচালনা করেছিলেন শফিকুর রহমান। রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের বিনোদন অঙ্গনের নানা ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।

রাজ্জাকপুত্র সম্রাট বলেন, “ছোটবেলা থেকে শফিক চাচাকে দেখে আসছি। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। বাবার সঙ্গে বহু বছর কাজ করেছেন।“

অভিনেতা তারিক আনাম খান বলেন, “অনিমেষ আইচের মাধ্যমে শফিকুর রহমানকে চিনতাম। এতো ভালো মানুষ কমই দেখেছি। অনেক সিনেমা পরিচালনা করেছেন তিনি।“

অভিনেত্রী রোজিনা বলেন, “শফিকুর রহমান ভাইয়ের মারা যাওয়ার সংবাদটি শুনেছি। খুব কষ্ট পেয়েছি। তার পরিচালনায় ‘রাজা মিস্ত্রী’-তে অভিনয় করেছিলাম।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন