ঢালিউড ৯ই মার্চ, মঙ্গলবার অভিনেত্রী দিঘী আগামী ১২ মার্চ (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনায় দিঘীর নতুন ছবি “তুমি আছো তুমি নেই’। এই ছবিটির মাধ্যমে প্রার্থনা ফারদিন দিঘীর নায়িকা হিসেবে বাংলা চলচ্চিত্রে অভিষেক হলো। এটা দিঘীর দ্বিতীয় ছবি হলেও ছবিটি প্রথম ছবির আগেই প্রকাশিত হয়েছে। গত দু-দিন আগে ছবিটির ট্রেইলারটি প্রচার করা হয়েছে। ট্রেইলার প্রচার হবার পর থেকেই ব্যাপক সমালোচনার ঝড় উঠে গেছে। সবার সমালোচনা দেখে দিঘীর নিজের করা কাজের উপর নিজেই আশাহত হয়ে পরেছেন। তবে দিঘী এটা বলেছিলেন “ট্রেইলার দেখেই তো পুরো ছবির ভালো মন্দের বিচার করা যায় না। তাই হলে গিয়ে সবার আগে উচিত হবে ছবিটি উপভোগ করার। দিঘীর কার্যকলাপ দেখে পরিচালক তার উপর ক্ষিপ্ত হয়েছে। ছবি মুক্তি পাওয়ার আগেই যদি নায়িকার এমন মনোভাব প্রকাশ হয় তবে হলে গিয়ে কেউ তো ছবিটা উপভোগ করবেন না । পরিচালক আরও বলেছেন এই ছবির পিছনে অনেক টাকা ব্যয় করেছি। প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার মতো। সবটা দিঘীর পরিশোধ করতে হতে পারে। যদি এমন চলতে থাকে তবে আমি দিঘীর উপর মামলা করবো। খুব শ্রীঘ্রই দিঘীর বাড়িতে আইনি নোটিশ যাবে বলে পরিচালক হুমকি দিয়েছেন।