কোভিড মহামারির এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন অসংখ্য তারকা। যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার এগিয়ে এসেছেন করণ জোহর। করোনায় আর্তদের পাশে দাঁড়ালেন তিনি ও তার প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন। বরাবরই এই প্রযোজক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের রোষের মুখে থাকেন তার কার্যকলাপের জন্য। এবার তবে মানবিক হলেন জোহর!
‘আই ব্রিদ ফর ইন্ডিয়া’ করোনা রিলিফের ফান্ডের হয়ে প্রচার করছেন করণ জোহর। প্রযোজক নিজেও এই ফান্ডে টাকা প্রদান করেছেন। তিনি তার টাকা জমা দেওয়ার লিঙ্ক শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রযোজক টুইট করে লিখেছেন, ‘ভারতের কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ে আমি অংশগ্রহণ করেছি। এই ফান্ডে যতো টাকা উঠবে তা দ্বিগুণ করে দিবে এই সংস্থা।’ এই সংস্থার হয়ে কাজ করছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, অনিল কাপুর, কৃতি স্যানন, শেখর কাপুর, জেনেলিয়া ডিসুজা, রানা ডাগ্গুবতী-র মতো আরও অনেক তারকারা।
অপরদিকে ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে বিবৃতি জানানো হয়েছে, ‘যুবা’ সংস্থার সঙ্গে যৌথভাবে আর্তদের মাঝে কোভিড সংক্রান্ত যাবতীয় সামগ্রী পৌঁছে দিবে তারা।