২ জুন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও সঞ্জয় কাপুর অভিনীত সিনেমা ‘রাজা’র ২৬ বছর পূর্তি ছিল। আর এই দিনটির স্মৃতিচারণ করলেন সঞ্জয়। ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। মাধুরীর সাথে তার রসায়ন কেমন ছিল তাই জানানোর প্রয়াস করলেন এই তারকা।
ভিডিও শেয়ার করে সঞ্জয় লেখেন, ‘রাজার ২৬ বছর। সময় বয়ে যাচ্ছে। এই গানটি দিয়ে আমরা রাজার শুটিং শুরু করি। ‘জারা ফিরসে কেহনা’ গানটা প্রথম শুট করেছিলাম আমরা। মাধুরীকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে সেটে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য। এক সুপার স্টারের সঙ্গে কাজ করেছি কখনো মনে হয়নি, সুপার টিমও আমাদের সঙ্গে ছিল।’
‘ধামাল’ খ্যাত পরিচালক ইন্দ্র কুমারের ‘রাজা’ সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল।
সঞ্জয় কাপুরকে অ্যামাজন প্রাইমে ক্রাইম থ্রিলার ‘The Last Hour’ এ শেষবার দেখা গিয়েছিল। তবে দীর্ঘদিন পর আবার এ জুটিকে নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ফাইন্ডিং অনামিকা’ ( Finding Anamika)-তে দেখা যাবে।