বলিউডে মাদক কেলেঙ্কারির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দক্ষিণী তারকাকে ডেকে পাঠিয়েছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
জানা গেছে, রাকুল প্রীত সিং, রানা দাগুবতী, রবি তেজা, চার্মি কাউর, পরিচালক পুরী জগন্নাথ সহ দক্ষিণের ১০ তারকাকে আলাদাভাবে ডেকে পাঠিয়েছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর বাস্তবায়ন অধিদপ্তর (ইডি)। চার বছর আগের মাদক পাচার আর সেবনের মামলায় পুরী জগন্নাথকে আগামী ৩১ আগস্ট, রাকুলকে ৬ সেপ্টেম্বর, রানাকে ৮ সেপ্টেম্বর আর রবি তেজাকে ৯ সেপ্টেম্বর হাজির থাকতে বলেছে ইডি।
জানা গেছে, তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগের ১২টি মামলা আর ১১টি চার্জশিটে আটজন মাদক সরবরাহকারীর নাম উল্লেখ করা হয়েছিল। এরপর তদন্তে দক্ষিণের কিছু তারকার নামও এসেছে।
তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে বলিউডের গভীরে শিকড় বিস্তার করে থাকা চক্রের খোঁজ মিলতে শুরু করেছে। এর আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জেরায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী বলিউডের ২৫ জন তারকার কথা জানিয়েছিলেন। তাঁরা নিজেরা মাদক নিতেন বা ড্রাগ পার্টির আয়োজন করতেন বলে রিয়া জানান। বলিউডের নামকরা অভিনেতা, প্রযোজক, পরিচালকেরা এই মামলায় জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।