মাকে খুশি করতে নিজের গাওয়া গান রেকর্ড করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
দৈনিক প্রথম আলো জানায়, প্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গেয়ে নিজের গানের যাত্রা শুরু করেছেন প্রভা। কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুলের নির্দেশনায় তিন মাস আগে তিনি গানটিতে কণ্ঠ দেন। স্টুডিওতে গিয়ে অন্যান্য ইনস্ট্রুমেন্টের সামনে দাঁড়িয়ে গাওয়ার অনভ্যস্ততার কারণে অবশ্য কিছুটা উদ্বিগ্ন লেগেছে বলে জানান তিনি।
প্রভা বলেন, “ইমরান ও আমি খুব ভালো বন্ধু। একসঙ্গে আড্ডা দিই। এ রকম আড্ডায় গুনগুন করে গান গাইবার স্বভাব আমার। তো একদিন আমার গান শুনে ইমরান বলল, চল দোস্ত, তোর গান রেকর্ড করি। এভাবেই গানটিতে কণ্ঠ দেওয়া। আম্মু গানটা শোনার পর খুশি হয়ে বাবাকেও শুনিয়েছেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছে।’’
প্রভা জানান, তিনি অভিনয়ে পরিচিতি পেলেও মায়ের ইচ্ছা ছিল তাকে সঙ্গীতশিল্পী বানানোর। পরিবার থেকে তাকে গান শেখানোর চেষ্টাও করা হয়েছিল। তিনি বলেন, “আমি কিন্তু অনেক ফাঁকিবাজ। তাই প্র্যাকটিস করা হতো না বেশি। গানের অনুষ্ঠানের দিন বলতাম, উপস্থাপনা করি? আমার হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে ভয়ও লাগত। মনে হয়, খালি গলায় বেশি ভালো গাই।’’
গানটি মা–বাবা দুজনের পছন্দ হওয়ায় মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনা করেছেন বলে জানান প্রভা। সম্প্রতি কক্সবাজারে ভিডিও চিত্রটি তৈরিও হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রভার নিজের ইউটিউবে মুক্তি পাবে।