মহিলা প্রার্থীদের খেতাব ‘সেক্সি বৌদি’ থেকে ‘কাজির মাসি’

১১ এপ্রিল রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে বালি ও নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার দুই প্রার্থীকে নিয়ে একটি কুরুচির মিম। তৃণমূল এবং বিজেপির বাহিরে নজর কেড়েছেন বামপন্থীর একঝাঁক তরুন তুর্কী।
এই ধরনের প্রকাশিত হওয়া মিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজনদের থেকে তারকারাও।

‘মিমতন্ত্র’ নামে একটি ফেসবুক গ্রুপে প্রথম সেই মিমটি শেয়ার করা হয়। সেখানে টলিউডের তারকা শ্রাবন্তী, পায়েল, নুসরাত, মিমি এই প্রার্থীদের সাথে তুলনা করা হয়েছে দীপ্সিতা ধর ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে। ‘দীপ্সিতা এবং মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘কাজির মাসির’ সাথে তুলনা করা হয়েছে।
এ ধরনের মিমে প্রতিবাদ জানিয়েছেন শ্রীলেখা মিত্র নিজেও। ফেসবুকে লিখেছেন, ওই সো কোলড সেক্সি ননদ, বৌদি, দিদি বোনকে একলাখ দিয়ে গুণ করে একটা মীনাক্ষী বা দীপ্সিতা তৈরি করুন দেখি। তবে মুরোদ বোঝা যাবে।

এই মিমের প্রতিবাদে দীপ্সিতা জানিয়েছেন, এখন ওরা কি ভেবে কি লিখেছে,কেন লিখেছে তার জবাব দেওয়ার কোনো প্রশ্নই উঠে না।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন