মহাগুরুর প্রশংসায় ‘মিস্টার ইন্ডিয়া’

বাংলা স্টার জলসার রিয়েলটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন-টু ‘ এর মঞ্চ মাতাবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। এবারের পর্বে বিশেষ অতিথি হিসেবে আসর জমাবেন এই অভিনেতা। শো-এর প্রমোতে দেখা যাচ্ছে মঞ্চে নাচের আসর জমিয়ে তুলেছেন তিনি।

আগামী ২২ এবং ২৩ মে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে টিভির পর্দায়। রাত সাড়ে ৯টায় দেখা যাবে বিশেষ এই পর্ব। এই শোয়ের বিচারকের আসনে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, দেব অধিকারী ও মোনামী ঘোষ এবং তাদের সঙ্গ দিতে উপস্থিত হয়েছেন অভিনেতা অনিল কাপুর। বিশেষ এই পর্বটিতে অংশগ্রহণকারীদের সাথে অনিল কাপুরকেও মঞ্চে নাচ করতে দেখা যাবে। একটি দৃশ্যে মিঠুন চক্রবর্তীকেও নাচ করতে দেখা গেছে এবং মহাগুরুর প্রশংসা করেছেন মিস্টার ইন্ডিয়া।

অনিল কাপুর বলেন, ‘আমার দেখা সেরা মানুষ মিঠুন। যেমন তার নাচ সেরা, তেমনি তার অভিনয়।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন