টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অসাধারণ অভিনয় দক্ষতা এবং মিষ্টি চেহারায় জয় করে নিয়েছেন গোটা বাংলাদেশ। এই অভিনেত্রী প্রতিবারই ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে টেলিভিশনের পর্দায় নিজেকে উপস্থাপন করেন। প্রতিটা চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে অসাধারণ ভাবে অভিনয় দক্ষতা প্রমাণ করে আসছেন।
সম্প্রতি এই অভিনেত্রীর আসন্ন নতুন একটি নাটক আসতে চলছে যার বিষয়ে নিজেই অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করে জানিয়েছেন। ইতিমধ্যে ২১সেকন্ডের একটি টিজার নেটিজনদের প্রশংসা অর্জন করে নিয়েছে রীতিমতো। সেই সাথে তিনি নাটকরে নতুন পোস্টার শেয়ার করেছেন। পোস্টার শেয়ার করে শিরোনামে লিখেছেন,’মহব্বত’ আসছে খুব শীঘ্রই।
এই নাটকে মেহজাবিন এর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আফরান নিশো। নাটকটির পরিচালনায় আছেন রুবেল হাসান এবং প্রযোজনায় এস কে শহীদ আলি পাপ্পু।