মমতাজের ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রশ্ন!

সাংসদ সদস্য মমতাজ বেগম এর ডক্টরেট ডিগ্রি পাওয়া নিয়ে সমালোচনার শেষ নেই। নেটপাড়ায় যেনো নানা প্রশ্ন জমা হতে শুরু করেছে।

গত শনিবার ভারতের তামিলনাড়ু গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ লাভ করেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা মমতাজ। তবে নেটিজনদের এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তারা বলছেন টাকা দিয়ে কেনা এ ডিগ্রি।
সোশ্যাল মিডিয়ায় নানাজন ইউনিভার্সিটি ওয়েবসাইটের তথ্য উদ্ঘাটন করে জানান, এই প্রতিষ্ঠানটি তার খরচ মেটাতে টাকার বিনিময়ে ডিগ্রি দিয়ে থাকেন।

মমতাজ প্রায় তিন প্রজন্মের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে তার জায়গা দখল করে আছেন। সংগীত জীবনে তিনি ৭০০ এর উপর একক এ্যালবাম প্রকাশ করেছেন।

২০০০ সালে হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’ অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে পরিচিতি পান তিনি। ২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামীলীগের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে মনোনীত হোন। এছাড়া ২০১৪ সালে দশম নির্বাচনে মনোনয়ন পেয়ে সাংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন এই শিল্পী।

গান ও রাজনীতির বাহিরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন। মমতাজ বেগমের নামে তিনি চক্ষু হাসপাতালও নির্মাণ করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন