ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ‘এইডা কপাল!’ নামক একটি ওয়েব সিরিজের ট্রেইলার পোস্ট করেন যার দৈর্ঘ্য ১ মিনিট ৬ সেকেন্ড।
কন্টেনটির দৈর্ঘ্য মাত্র ৩০ মিনিট। ওয়েবটি নির্মাণ করেছেন রায়হান রাফি। ওয়েব কন্টেনটি প্রযোজনা করছেন অভিনেত্রী মাহিয়া মাহি। এর মাধ্যমে এই প্রথমবার অভিনেত্রী প্রযোজনা করলেন। গত বছর এই ওয়েবটির শুটিং হয়েছিল।
প্রযোজনার প্রসঙ্গে অভিনেত্রী মাহিয়া মাহি নিউজবাংলাকে বলেন, ‘আমি যে প্রযোজনা করেছি এটা বলতে আমার লজ্জ্বা লাগে। তাছাড়া আমার কোনো প্রযোজনা প্রতিষ্ঠান নেই। তারপরও প্রযোজনা করেছি। হঠাৎ করেই মনে হলো প্রযোজনা করবো, করে ফেললাম।’
‘এইডা কপাল’ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘এক রাতের গল্প এটি। এক রাতেই শুট হয়েছে। একটা বেপরোয়া মেয়ে ও তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই কনটেন্টটি।’