গত জুলাই মাসে তারাকে দত্তক নিয়েছেন মন্দিরা বেদী ও স্বামী রাজ কৌশল। ৯ বছরের পুত্রসন্তান বীর এবং ৪ বছরের তারাকে নিয়ে অনেক সুখে আছেন এই দম্পত্তি। তবে খুদে তারার চেহারা নিয়ে মন্তব্য করতে ছাড়েননি নেটাগরিকরা।
সম্প্রতি মন্দিরা বেদীকে ব্যক্তিগত ইনস্টাগ্রামে ইনবক্সে দুজন নেটাগরিক তাকে ম্যাসেজ করে এই কটুক্তি গুলো করেন। যা পরবর্তীতে এই তারকা প্রকাশ্যে আনেন। যেখানে লেখা ছিল, ‘কোন বস্তি থেকে এই মেয়েকে তুলে এনেছেন?’ আর এক নেটাগরিক লিখেছেন,’রাস্তার মেয়েকে এখানে মানাচ্ছে না’।
ক্ষিপ্ত হয়ে তিনি এই সকল নেটাগরিকদের উদ্দেশ্য করে কড়া জবাব দেন। প্রথম ব্যক্তিটির উদ্দেশ্য তিনি বলেন, ‘এই ধরনের মানসিকতার বিশেষ উল্লেখ প্রয়োজন। আপনি আমার নজরে চলে এসেছেন’। দ্বিতীয় ব্যক্তিটির জবাবে দেন, ‘এই মানুষটি নিজেকে রাজেশ ত্রিপাঠী হিসেবে পরিচয় দিয়েছেন। যা তার নাম নয়। কারণ এই জাতীয় অসুস্থ লোকরা ভীতু হয়। তারা নিজেদের প্রকাশ করতে ভয় পান’।
মন্দিরা বেদী দত্তক নেওয়ার ঘোষণা করে ইনস্টাগ্রামে লিখেছেন,’সে আমাদের কাছে এসেছে আর্শিবাদ হয়ে আমাদের ছোট মেয়ে, তারা। আর সে তারার মতোই ঝলমলে। বীর তার বোনকে স্বাগতম জানিয়েছে ভালবেসে। ২০২০ সালে ২৮ জুলাই থেকে তারা আমাদের পরিবারের এক অংশে পরিণত হল। নিখাদ ভালবাসা দেব তাকে। আমরা আজ কৃতজ্ঞ।’