মনোজকে নিয়ে অ্যামাজন ও নেটফ্লিক্সে টুইট

‘ফ্যামিলি ম্যান’এর দ্বিতীয় সিজন ঘিরে শুরু থেকেই আলোচনা-সমালোচনার শেষ নেই। প্রায় প্রতিদিনই বিনোদনের পাতায় উঠে আসে সিরিজটিকে নিয়ে নানা খবর। আর সেই খবরেই মনোজ হয়ে উঠেছেন ওটিটি হিরো।

অভিনেতা মনোজ বাজপেয়ি ‘ফ্যামিলি ম্যান-টু’র পর এবার নেটফ্লিক্সে হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘রয়’ নিয়ে। আর এই সিনেমাটিকে ঘিরেই মজার এক টুইট করেছে অ্যামাজন। লিখেছে, ‘শ্রীকান্ত মশাই চাকরি বদলানোর কারণে একেবারে বিরাট পরিবর্তন এসে গেলো না?’

উত্তরে নেটফ্লিক্স লিখেছে, ‘মনোজ বাজপেয়ি নেটফ্লিক্সে আসছেন! আমরা যারপরনাই খুশি যে আপনি এখন এই ফ্যামিলি’র ম্যান।’

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, ‘রয়’ ওয়েব সিরিজটি সত্যজিৎ রায়ের থ্রিলার ঘরনার গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিরিজটিতে মনোজ’র সঙ্গে অভিনয়ে দেখা যাবে শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বোস, কে কে মেনন, আলি ফজল, দিবেন্দু ভট্টাচার্য, হর্ষবর্ধন কাপুর সহ অনেককেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন