মধ্যবিত্তদের বাসস্থান ‘সানফ্লাওয়ার’

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভ গ্লোবাল। এবার ১১ জুন এই প্লাটফর্মে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ‘সানফ্লাওয়ার’ ওয়েব সিরিজটি। এর আগে ট্রেইলার মুক্তির পর বেশ আলোচনা শুরু হয়েছিল সিরিজটিকে নিয়ে।

‘সানফ্লাওয়ার’ নামে মুম্বাইয়ে মধ্যবিত্তদের একটি হাউজিং সোসাইটিকে ঘিরে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এর গল্প একটি হত্যার রহস্যকে ঘিরে আবর্তিত। প্রাসঙ্গিক সব ঘটনার পাশাপাশি বিভিন্ন চরিত্র নিয়ে রয়েছে টান টান উত্তেজনা। আছে হাসি, কৌতূক, নাটকীয়তাও।

 

আট পর্বের এই সিরিজটিতে সোনু সিংহের চরিত্রে অভিনয় করেছেন সুনিল গ্রোভার। পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন রণবীর শোরে। এছাড়াও অভিনয়ে আরোও আছেন গিরিশ কুলকার্নি, শোণালি নাগরানি, সোনাল ঝা, আশিষ বিদ্যার্থী সহ আরও অনেকেই।

বিকাশ এন্টারটেইনমেন্ট এবং গুড কোম্পানি প্রযোজিত ‘সানফ্লাওয়ার’ সিরিজটি লিখেছেন বিকাশ বেহুল এবং যুগ্মভাবে পরিচালনা করেছেন বিকাশ বেহুল ও রাহুল সেনগুপ্ত।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন