মঞ্চে ‘মুজিবের মেয়ে’

নাটকের দৃশ্য। ছবি : সংগৃহীত

গত ২৭ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় কাঁচখোলা রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘মুজিবের মেয়ে’।
নান্টু রায়ের ‘মুজিবুরের মেয়ে’ কবিতা অবলম্বনে নির্মিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জকে অনুধাবন করে বাঙালির জাতিসত্তার জাগরণ এই নাটকের মূলমন্ত্র। ২৮ সেপ্টেম্বর নাটকটি আবারো মঞ্চস্থ হয়।

পরিচালক লোপা বলেন, “নান্টু রায়ের কবিতা অবলম্বনে নাটকটি লিখেছেন নাসরীন মুস্তাফা। কাঁচখোলা রেপার্টরি থিয়েটারের ওয়াহিদুল ইসলাম, অভিনেতা সায়েম সামাদসহ সবার মিলিত প্রচেষ্টার ফসল এই নাটক।’’

লেখক নাসরীন বলেন, “প্রত্যেক বাঙালির সাহস জোগাতে মুজিব এখনো অপরিহার্য। আর মুজিব আদর্শ চেতনায় ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে লড়াই করে চলেছেন মুজিবের মেয়ে। নাটকে সেটাই আমরা তুলে ধরেছি।’’

‘মুজিবের মেয়ে’ নাটকে অভিনয় করেছেন সায়েম সামাদ, অশোক বিশ্বাস সাগর, শামীম আহমেদ, আসমা-উল-হুসনা, মুস্তাফিজ শেখ, মুনমুন খান, এন আই টিপু, মির্জা সম্রাট, রাফিউল ইসলাম অনিক, সেজান জামান এবং ওয়াহিদুল ইসলাম।

কাঁচখোলা রেপার্টরি থিয়েটারের দলনেতা ওয়াহিদুল ইসলাম বলেন, “করোনাকালীন দীর্ঘ এক বছরের অধিক সময় নানা চড়াই-উতরাই পার করে আবার আমাদের প্রাণের মঞ্চ আমরা পেয়েছি । সেই মঞ্চে নাট্যপ্রাণ একঝাঁক তারুণ্যের মঞ্চসৃজন ঘটবে এই নাটকে।’’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন