২০২০ সালে থেকে টানা দেড় বছর ধরে করোনার আতঙ্কে গোটা বিশ্ব। এই ভাইরাস কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ প্রাণ। সংক্রমণ থেকে বাঁচতে ভারতে যে যার মতো বন্দী আছেন নিজ বাড়িতেই। একই অবস্থা সেখানকার তারকাদেরও। তাদের বেশিরভাগ সময় কাটে জনসাধারণের বিনোদন দেয়ার লক্ষ্যে। আর তারাই জনসাধারণের ভিড় দেখতে পান না বহু দিন ধরে।
অর্থ ছাড়াও শিল্পীরা অনুরাগীদের ভালোবাসাও আশা করেন। বলা চলে সর্বদা তারাও এটাতে আনন্দ উপভোগ করেন। এই তালিকায় তেমনি এক অভিনেতা আয়ুষ্মান খোরানা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ গায়ক ও মিউজিশিয়ান। অভিনয় ছাড়াও গানের জন্য বেশ কয়েকটি পুরষ্কার অর্জন করেছেন তিনি। গানের অনুষ্ঠানেও মঞ্চ মাতিয়ে রাখতেন এই তারকা।
কিন্তু এখন মঞ্চে না উঠতে পারার কষ্টে আছেন আয়ুষ্মান। ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের অনুভূতি। ২৯মে ছবিসহ ইনস্টাগ্রামে স্টোরিতে লিখেছেন, ‘ভবিষ্যতে ফের একবার যখন মঞ্চে উঠে পারফর্ম করতে পারবো, হয়তো আবেগ প্রবণ হয়ে কেঁদেই ফেলবো।’