ভুল স্বীকার করলেন সুস্মিতা

প্রাক্তন মিস ইউনিভার্স বলিউডের চিত্রনায়িকা সুস্মিতা সেন নাকি ভুল করেছেন! ৪৫ বছরের এই সুন্দরী অভিনেত্রী তার এই বয়সে এসে জীবনের ভুলের কথা গুলো স্বীকার করে নিলেন। যা তিনি এখনও করে যান। সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি সহ দীর্ঘ একটি লম্বা পোস্ট করলেন তিনি।

সুস্মিতা সেন লিখেছেন, ‘যে হাসিটা তোমরা সব সময় দেখতে পাও, অনেকেই আমায় প্রায়ই জিজ্ঞেস করে, আমার দিন কখনো খারাপ যায়না? অবশ্যই যায়। সব সময় আমি পজিটিভ থাকিনা!!! এমনকি পছন্দ করতে গিয়ে এখনো আমি বড় বড় ভুল করে ফেলি, অন্তর থেকে গভীর দুঃখ পাই, নিজে ব্যবহৃত হয়েছি, মিথ্যা বলা হয়েছে জানতে পেরে দুঃখ অনুভব করি। আমিও অন্যদের থেকে আলাদা নই!’

তিনি আরও জানান, জীবন যতো কঠিনই হোক না কেনো, এটা তিনি কর্মফল হিসেবেই দেখেন এবং এই ক্ষতি গুলো একটা সময় শোধ করেও নিবেন।

চলতি সপ্তাহে টুইটারে সুখবর দিয়েছিলেন সুস্মিতা সেন। তিনি জানিয়েছিলেন, ‘ফুপু হবেন’ তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন