দেশ ও দেশের বাইরের সকলকেই ঈদের শুভেচ্ছা জানালেন চিত্রনায়ক শাকিব খান। ভিডিও বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা জানালেন তিনি।
শাকিব খান ভিডিওটি শুভেচ্ছা বিনিময় করে বলেন, ‘দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বিশ্ব জুড়ে এই কঠিন পরিস্থিতির কারণে যে যেখানেই আছেন সেখানে থেকে সাবধানতা মেনে উদযাপন করি।’
ভিডিও বার্তায় নিজের অঙ্গীকারের কথাও জানালেন। শাকিব খান বলেন, ‘কঠিন পরিস্থিতি হলেও সুস্থ থেকে বেঁচে থাকাই হোক এবারের ঈদ উদযাপনে আমাদের অঙ্গীকার। ‘
তিনি আরও বলেন, এই ঈদে সকলকে সাবধানতা মেনে চলতে হবে ও দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই সাথে আরো বলেন পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে।